আটকে শনিবার বিকেল, মুক্তির পথে ফারাজ
নানা কারণেই খবরটা গুরুত্বপূর্ণ। প্রথমত, বাংলাদেশে হোলি আর্টিজানে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে সিনেমা বানানো হয়েছে। দ্বিতীয়ত, সিনেমাটি তৈরি হয়েছে বলিউডে। তৃতীয়ত, সিনেমাটি না বানাতে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। বানানো শেষে এখন মুক্তি পাচ্ছে আন্তর্জাতিকভাবে।